দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজধানী নয়াদিল্লিতে জরুরি অবস্থা জারির অভিযোগ এনেছেন। এর আগে, শ্লীলতাহানির দায়ে আম আদমি পার্টির এক সাংসদকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর কেজরিওয়াল মোদির তীব্র সমালোচনা করে ওই অভিযোগ আনেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় দিল্লি পুলিশ আম আদমি পার্টির সংসদ সদস্য দিনেশ মোহানিয়াকে গ্রেফতার করে। মোহানিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির জামিন অযোগ্য অভিযোগ আনা হয়েছে। আম আদমির সাংসদকে গ্রেফতারের পর কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে মোদির বিরুদ্ধে দিল্লিতে জরুরি অবস্থা জারির অভিযোগ করেছেন। টুইটে তিনি বলেন, ‘দিল্লিতে জরুরি অবস্থা জারি করেছেন মোদি। গ্রেফতার, তল্লাশি, সন্ত্রাসের অভিযোগ, দিল্লিতে নির্বাচিত সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের চলছে’। শুক্রবার দিল্লির বিধানসভায় ১৪টি বিল পাস হয়নি। এসব বিল পাস না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন কেজরিওয়াল। টুইটারে দেয়া অপর এক পোস্টে কেজরিওয়াল বলেন, ‘দিল্লির প্রত্যেকটি আইন কি কেন্দ্রের বন্ধ করার ক্ষমতা আছে? আইন তৈরি করার জন্য নির্বাচিত দিল্লি বিধানসভার কী অধিকার থাকা উচিত নয়। কেন্দ্র কী দিল্লির প্রধানশিক্ষক’।এসআইএস/আরআইপি
Advertisement