অর্থনীতি

২৫, ২৬ ও ২৮ জুলাই ব্যাংক খোলা থাকবে

ঈদুল ফিতরের আগে ২৫, ২৬ ও ২৮ জুলাই ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, কমলাপুর আইসিডি এবং ঢাকা শুল্ক স্টেশনগুলোতে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিএমইএ-এর অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২৫, ২৬ ও ২৮ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউস ও ঢাকার কমলাপুর আইসিডিসহ সব কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement