বিনোদন

ঈদের ধারাবাহিক কুফা রাশি

আসলামের উপর বিরাট কুফা ভর করে আছে। প্রত্যেক কাজেই তার বাধা আর বাধা। নিজেরতো কোনো কাজ হয়ই না, অন্যের কাজেও সে বিরাট কুফা হয়ে দাঁড়ায়। বহুদিন ধরে চাকরির খোঁজ করেও আজ অব্ধি একটাও জোগাড় করতে পারেনি আসলাম। আর এজন্য আসলামের প্রতি আসলামের ভাইয়েরও ক্ষোভের যেন শেষ হয় না। ভাইয়ের প্রশ্নের উত্তরে আসলাম বলে- চাকরি হবে কি করে? তার উপরতো বিরাট কুফা ভর করে আছে। এলাকার লোকরাও আসলামকে কুফা বলে ডাকে। ইলার সাথে আব্বাসের সম্পর্কের ইতি ঘটে যায় বলে, আব্বাস আসলামকে দায়ী করে। শুধু তাই নয়, জাফর এলাকার একজন বড় ভাই হিসেবে নিজেকে একজন যোগ্য নেতা হিসেবে দাবি করেন। তিনি চান এলাকার তরুণ ছেলেদের নিয়ে একটি ক্লাব প্রতিষ্ঠা করতে। কিন্তু আসলামের কুফার কারণে- তার উপরও বিরাট ঝড়ঝাপ্টা বয়ে যায়। থানা হাজত থেকে শুরু করে, নিজের শরীরের উপরও বার বার বিপদ বয়ে আসে শুধু আসলামের কারণে। যদিও কোনো এক সময় আসলাম জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য পরিবর্তনের জন্য পাথরও নেয়। কিন্তু পাথরে তার কোন ভাগ্যের পরিবর্তন ঘটে না। আসলামের ভাগ্য এতটা খারাপ যে, সে ক্রিকেট খেলায় বাংলাদেশের সাপোর্ট করলে বাংলাদেশের উপর কুফা লাগে। বাংলাদেশ হেরে যায়। জাফর বাংলাদেশকে জিতানোর জন্য আসলামকে বলে, যেন সে পাকিস্তানের সাপোর্ট করে। তাই আসলাম মনের বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশকে জেতানোর জন্য পাকিস্তানের সাপোর্ট করতে বাধ্য হয়।মিতু আসলামের প্রতিবেশি হিসেবে আসার দিন হতে আসলাম আর মিতুর মধ্যে ঝগড়া লেগেই থাকে। কিন্তু যে মিতুকে কিনা সে দুই চোখে দেখতে চাইত না, সেই মিতুই তার চোখ খুলে দেয়। বদলে যেতে থাকে আসলাম। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদ উপলক্ষে সাত পর্বের ধারাবাহিক ‘কুফা রাশি’।হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে মূল চরিত্র আসলাম হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। তার সঙ্গে আরো রয়েছেন তাহসিন, ফারুখ আহমেদ, আরফান, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, মিথিলা, নাবিলা প্রমুখ।নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এলএ/আরআইপি

Advertisement