আন্তর্জাতিক

ভারত থেকে তহবিল নিচ্ছেন হিলারি : ট্রাম্প

ভারতীয় রাজনীতিবিদদের কাছ থেকে তহবিল সংগ্রহ করছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের দাবি, হিলারি ইন্দো-ইউএস সিভিল নিউক্লিয়ার চুক্তির ভোটের জন্য ভারতীয় রাজনীতিবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তহবিল সংগ্রহ করেছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ৩৫ পেজের একটি বুকলেট প্রকাশিত হয়েছে। সেখানে হিলারির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে কোনো অভিযোগই নতুন নয়। কিন্তু হিলারি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সব সময়ই অস্বীকার করে আসছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে রাজনীতিবিদ আমর সিং ক্লিনটন ফাউন্ডেশনের জন্য বড় অংকের তহবিল প্রদান করেছেন। এছাড়া কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও হিলারিকে তহবিল প্রদান করেছে। টিটিএন/এমএস

Advertisement