জাতীয়

চালুর অপেক্ষায় বাহাদুর শাহ পার্কের নতুন টয়লেট

বাহাদুর শাহ পার্কে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন পাবলিক টয়লেট। ঈদের পরপরই এ টয়লেটি চালু হবে।ইতোমধ্যে এর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এখন চলছে ধোয়া মোছা ও রংয়ের কাজ। টয়লেটটি চালু হলে এখানে পরিভ্রমণে আসা মানুষেরা দু’দণ্ড স্বস্তিতে সময় পার করতে পারবেন বলে সংশ্লিষ্টদের ধারণা।বাহাদুর শাহ পার্কে প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গে আলাপা করে জানা গেছে, পুরান ঢাকার একমাত্র পার্কটি নানা কারণে অপরিচ্ছন্ন, নোংরা থাকে। এর অণ্যতম কারণ নোংরা অপরিচ্ছন্ন টয়লেট। ইতোমধ্যেই যার অবসান হতে চলেছে।প্রতিদিন নারী-পুরুষ মিলে কম করে হলেও পাঁচশত লোক বাহাদুর শাহ পার্কে  সকাল-বিকাল ভ্রমণ করতে আসেন। ফলে অনেককেই প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য বাধ্য হয়ে আশে পাশের কোন বাড়িতে যেতে হয়। যা খুবই বিব্রতকর। বিশেষ করে নারী প্রাতঃ ভ্রমণকারীদের আরো  বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নবনির্মিত টয়লেটটি চালু হলে এসব অবস্থা থেকে উত্তোরণ ঘটবে। নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টয়লেটের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। সরেজমিনে গিয়েও দেখা গেছে একই চিত্র। পুরো টয়লেটটিতে টাইলস লাগানো হয়েছে। নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা ব্যাবস্থা। টয়লেটের ভিতরের দুই অংশেই রয়েছে আলাদা করে বড় দুটি ওয়াটায়র পিউরিফিকেশন মেশিন, হাত ধোয়ার বেসিন, জামা কাপড় রাখার হ্যাঙ্গার ও ছোট ছোট কয়েকটি কেবিনেট।সূত্র জানায়, ঢাকা শহরের প্রতিটি পার্কে আগুন্তকদের স্বস্তি প্রদানের লক্ষে টয়লেট নির্মাণের অংশ হিসেবে বাহাদুর শাহ পার্কে এ টয়লেট নির্মাণ করা হচ্ছে। এই পার্কে প্রতিদিন কম করে হলেও বিশ হাজার লোকের আনা গোনা হয়। পাঁচশত ভ্রমণকারী ছাড়া সবই পথচারী। পুরান ঢাকার গুমোট পরিবেশে হাপিয়ে উঠলে এর আশাপাশের লোক জনও এসে পার্কে বিশ্রাম নেন, সময় কাটান। এখানে আগে নোংরা টয়লেট থাকার কারণে লোকজন স্বস্তি নিয়ে বসতে পারত না। এখন সেটি ভেঙ্গে নতুন করে আধুনিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। যার কাজ প্রায় শেষ হয়েছে।  নতুন এ টয়লেটে নারীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। যা নির্মাণাধীন টয়লেটের ব্যানার থেকে দেখা যায়। এতে রয়েছে নারী বান্ধব পরিবেশ ও নারী কেয়ারটেকার, প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো, টয়লেটের ভিতরে ব্যাগ, কাপড় চোপড়, শার্ট-প্যান্ট রাখার ব্যবস্থা। এছাড়া রয়েছে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম- সাবান, টয়লেট টিস্যু, বিশুদ্ধ খাবার পানিসহ সকলের জন্য গোসলের ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ, হাত ব্যাগ রাখার জন্য ক্যাবিনেট, পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় লোকবল।বাহাদুরশাহ পার্কে টয়লেট নির্মাণ কাজের সাইট-ইঞ্জিনিয়ার আরিফুল হক জাগো নিউজকে বলেন, আমাদের এখানে নারী-পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। সেখানে সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে। বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে এখানে এসে একটু বিশ্রাম করতে পারেন তার ব্যবস্থাও রাখা হচ্ছে। এখানে আগেও টয়লেট ছিল, কিন্তু তাতে আধুনিকতার কোন ছোঁয়া ছিল না। আমরা চাচ্ছি মানুষ যেন একটু স্বস্তি নিয়ে এ পার্কে অবস্থান করতে পারে। শুধু তাইই নয় পথচারীদের জন্য পানি সরবরাহ করা হবে এখান থেকে।নির্মাণ ব্যয় কত হতে পারে এমন প্রশ্নের জবাবে এই প্রকৌশলী বলেন, এটা উপর মহল জানেন। তবে এখন পর্যন্ত ৪০ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের এই সাইট ইঞ্জিনিয়ার আরো জানান, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য এখানে দুটি বড় ওয়াটার পিউরিফিকেশন মেশিন বসানো হয়েছে। পাশাপাশি এখানে বিদ্যুৎ বিভ্রাটেও সেবা দান নিশ্চিতে আলাদা করে  আইপিস বসানো হবে। এসব সেবা গ্রহণে কোন চার্জ দিতে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তা নামে মাত্র।এসএম/এমএমজেড/আরআইপি

Advertisement