সফরকারী শ্রীলঙ্কার চেয়ে ১১৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২২ রান। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের ২২১ রানের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৬ রানে। সফরকারীদের পক্ষে কুমার সাঙ্গাকারা করেন ২০৩ রান। টেস্ট ক্রিকেটে এটি তার একাদশতম ডাবল সেঞ্চুরি। টেস্টে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটির (১২) মালিক কিংবদন্তী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। দ্বিশতকের মানদন্ডে ব্র্যাডম্যানের পাশে জায়গা করে নিতে সাঙ্গাকারার প্রয়োজন আরেকটি ডাবল সেঞ্চুরির। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেছেন দিনেশ চান্দিমাল। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডাগ ব্রেসওয়েল ও জেমস নিসাম।
Advertisement