আইপিএল থেকে ফিরেই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে আর যাওয়া হয়নি। তবে ঈদের পর সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডে যাচ্ছে মুস্তাফিজ। আট এমনটাই জানিয়েছেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস। কোচ ডেভিস জানান, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে আগামী ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামবে সাসেক্স। আর এই ম্যাচেই মুস্তাফিজকে দেখা যেতে পারে। ওয়ানডে কাপের শেষ চারটি ম্যাচেও মুস্তাফিজকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।ডেভিস বলেছেন, ‘ফিজকে বোঝা আসলে অনেক কঠিন। আইপিএলের পর ওর পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজনের চেয়েও বেশি সময় নিচ্ছে। তাছাড়া একবার বাড়ি ফিরে আবার ছেড়ে আসাটাও তার জন্য অনেক কঠিন।’এদিকে ইংল্যান্ডে খেলা মুস্তাফিজের জন্যও ভালো হবে বলে মনে করেন তিনি। আগামী চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ ইংল্যান্ডে। যত বেশি সম্ভব বাংলাদেশের খেলোয়াড় কাউন্টি ক্রিকেটে গিয়ে খেললে বাংলাদেশেরই লাভ। ডেভিড বলেছেন, ‘এই মুহূর্তে ও সবচেয়ে রোমাঞ্চকর ও অপ্রথাগত বোলারদের একজন। ও যদি ইংল্যান্ডে এসে খেলে আমাদের জন্য উপকার তো হবেই, ওর জন্যও ভালো হবে।উল্লেখ্য আইপিএল থেকে ফেরার পর গতকালই নেটে প্রথম বোলিং শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। এমআর/এমএস
Advertisement