পোস্ট অফিসের গাফিলতির কারণে সঠিক সময়ে প্রবেশপত্র না পাওয়ায় ঢাকা পানগাঁও কাস্টম হাউসের সিপাই পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি দুই পরীক্ষার্থী। এই অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রধান ডাকঘর অফিসে হামলা ও পোস্ট মাস্টার সাইদুর রহমানকে মারধর করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে পরীক্ষার্থীসহ বিক্ষুদ্ধ জনগণ।পরে এ ঘটনায় সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরীক্ষার্থীর অভিভাবক মো. ইব্রাহিম খলিল জানান, তার দুই ছেলে সৈয়দ মো. রবিউল হোসেন ও সৈয়দ মো. মারুফ হোসেন কাস্টম হাউসের সিপাই পদে পরীক্ষার্থী ছিলেন। ২৩ জুন বৃহস্পতিবার ৯টায় তাদের শারীরিক পরীক্ষার তারিখ ছিল। কিন্তু পোস্ট অফিস থেকে প্রবেশপত্র দেওয়া হয় ২৩ জুন বিকাল ৪টায়। ততক্ষণে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, নোয়াখালী জেনারেল পোস্ট অফিস প্রবেশপত্র রিসিভ করেছে ১৫ জুন, ২০১৬ ইং তারিখে। আর বিলি করেছে পরীক্ষার দিন ২৩ জুন। এ ঘটনায় পরীক্ষার্থী ও সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় এবং পোস্ট মাস্টার সাইদুর রহমানকে মারধর করে। সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, ঘটনা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে, পোস্ট মাস্টার সাইদুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত পিয়ন আবুল খায়েরের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মিজানুর রহমান/এফএ/পিআর
Advertisement