জাতীয়

সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল

সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকার বারিধারায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের চাচাতো ভাই ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জামাল উদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা রোববার জোহরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের মরদেহ বিমানযোগে চট্টগ্রাম নেওয়া হবে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা এবং সর্বশেষ ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামে জামাল উদ্দিন আহমদের প্রতিষ্ঠিত স্কুলমাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।জামাল উদ্দিন আহমদ ১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৮২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

Advertisement