আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে প্রথম- শেষ পর্ব

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে আরো কোনো পরিবর্তন হবে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কী?উত্তর : চর্যাপদ।২. প্রশ্ন : চর্যাপদ আবিষ্কার করেন কে?উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী।৩. প্রশ্ন : বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের আদিমতম গবেষক কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।৫. প্রশ্ন : বাংলা কাব্যে প্রথম সমকালের সঞ্চারক কে?উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।৬. প্রশ্ন : মীর মশাররফ হোসেন প্রথম কখন আবির্ভূত হন? উত্তর : উনিশ শতকের শেষার্ধে। ৭. প্রশ্ন : বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত। ৮. প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি কে? উত্তর : বিহারীলাল চক্রবর্তী। ৯. প্রশ্ন : বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নির্দশন কী? উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন। ১০. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচনা করেন? উত্তর : বড়ু চণ্ডীদাস। ১১. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? উত্তর : চৈতন্যপূর্ববর্তী যুগ। ১২. প্রশ্ন : বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?উত্তর : বসন্তরঞ্জন রায়।১৩. প্রশ্ন : কত সালে শ্রীকৃষ্ণকীর্তন উদ্ধার করা হয়?উত্তর : ১৯০৯ সালে। ১৪. প্রশ্ন : উনিশ শতকের নাট্যসাহিত্য ধারার অন্যতম রূপকার কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।১৫. প্রশ্ন : বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে? উত্তর : প্রমথ চৌধুরী। ১৬. প্রশ্ন : ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুণটি প্রধান? উত্তর : নাটকীয়তা।১৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কী?উত্তর : ‘মেঘনাদবধ’ কাব্য।১৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? উত্তর : কৃষ্ণকুমারী। ১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গদ্যগ্রন্থ কোনটি? উত্তর : উইলিয়াম কেরীর ‘কথোপকথন’। ২০. প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক কে? উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।এসইউ/এবিএস

Advertisement