খেলাধুলা

আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষণা

স্থগিত হওয়া আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচ নিয়ে বুধবার ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আবার নাটক। চার সদস্যের বিশেষজ্ঞ কমিটির দেয়া রিপোর্ট হাতে পেয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।  কিন্তু বাইলজ নিয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রাইম দোলেশ্বর এবং আবাহনী দু’দলকেই এক পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয়। ফলে এবারের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল ঢাকা আবাহনী।এর আগে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আজ (বুধবার) বিসিবি সভাপতির ঘোষণার পরও এই ম্যাচের ভাগ্য এখনও ঝুলছে। ম্যাচটি সত্যি অনুষ্ঠিত হবে কি না তা নিয়েই দেখা দিয়েছিল ঘোর সংশয়। কারণ, ঢাকা প্রিমিয়ার লিগের যে বাইলজ তৈরী করা হয়েছে, তাতে কোন ম্যাচ পূনরায় অনুষ্ঠিত হওয়ার কোন সুযোগ নেই। সুতরাং, কিভাবে আবহনী-দোলেশ্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে! বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুঠোফোনে জাগো নিউজকে জানিয়েছিলেন, ‘ম্যাচটি অনুষ্ঠিত তা নিয়ে আজ (বুধবার) ইফতারের পর আবারও মিটিং অনুষ্ঠিত হবে। বাইলজ নিয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক করবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এরপরই হয়তো নতুন করে কোন সিদ্ধান্ত আসতে পারে।’ আগামী ২৪ তারিখ এই ম্যাচ আয়োজনের সম্ভাব্য তারিখও ঘোষণা করেছিলেন পাপন। কিন্তু সেটি আর হলো না। টুর্নামেন্টের পরিচালনা কর্তৃপক্ষ সিসিডিএম-এর সমন্বয়ক আমিন খান বলেন, `নতুন করে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে না। বাইলজ অনুযায়ী, স্থগিত ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হওয়ার নিয়ম নেই। তাই দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।`এক পয়েন্ট পাওয়ার সুবাদে ১৬ ম্যাচে আবাহনী পয়েন্ট দাঁড়ালো ২৩। অন্যদিকে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২১। রানার্স-আপ দোলেশ্বরের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে চার বছর পর শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী। আরআর/এমএস

Advertisement