রাজনীতি

সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত : খালেদা জিয়া

অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতারে তিনি এ অভিযোগ করেন।খালেদা জিয়া বলেন, এ ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ। এজন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।বিএনপি নেত্রী বলেন, দেশ এখন আর গণতান্ত্রিক নয়, পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। পুলিশের নির্দেশে সব চলছে। পুলিশ যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছা ‘ক্রসফায়ার’ করছে। প্রতিবাদ করার সুযোগ নেই। যারা প্রতিবাদ করে তাদেরও জেল-জুলুম সহ্য করতে হয়।পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফয়জুল্লাহ ফাহিমের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় দেশে কী হচ্ছে। দেশের সার্বভৌমত্ব আছে কি না তা নিয়ে সংশয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সামনের পথ বন্ধুর। কষ্ট করে সে পথ চলতে হবে। এ জন্য চাই নিজেদের মধ্যে দৃঢ় শৃঙ্খলাবোধ, ঐক্য। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এমন নির্বাচন হলে আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তা দূর হবে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র ফিরে পাব।’ইফতারে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম। বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পেশাজীবীদের মধ্যে মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, খন্দকার মোস্তাহিদুর রহমান, রুহুল আমিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এমএম/জেএইচ/পিআর

Advertisement