আন্তর্জাতিক

রাক্কায় বিমান হামলায় নিহত ১৮

মানবাধিকার কর্মীরা বলছেন, তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী সিরিয়ার রাক্কায় বিমান হামলায় কমপক্ষে ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মঙ্গলবারের ওই বিমান হামলায় আহত হয়েছে আরো অন্তত কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি মানবাধিকার পর্যবেক্ষণকারী এ গোষ্ঠী। তবে অন্য একটি গোষ্ঠীর দাবি, রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। বুধবার রাক্কায় আবারো বিমান হামলা হয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে এ হামলা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান থেকে চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের তথ্য পাওয়া যায়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাক্কার বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার বিমান হামলা হয়েছে। ২০১৩ সালের আগস্ট থেকে রাক্কা নিয়ন্ত্রণে রেখেছে আইএস। যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার গোষ্ঠী বলছে, হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬ শিশু রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।এসআইএস/এমএস

Advertisement