জাতীয়

রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি

শীতের প্রকোপ আর শৈত্য প্রবাহের আমেজ কমতে না কমতেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।আবহাওয়া অধিদফতর জানিয়েছে- ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়া অধিদফতর আরও জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement