আন্তর্জাতিক

কনিষ্ঠতম সিইওর আয় ১২০ কোটি

ভারতের সবচেয়ে কনিষ্ঠতম সিইও শ্রাবণ (১২) ও সঞ্জয় (১০)। ওই দুই কিশোরের বাড়ি চেন্নাইয়ে। এই দুই খুদে কিশোর ভারতের একটি সফ্টওয়্যার ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।চার বছর আগে দুই ভাই মিলে গো ডাইমেনশন (GoDimensions) নামের একটি সফ্টওয়্যার ফার্ম নির্মাণ করে। এর প্রধান কাজ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা। শ্রাবণের বয়স তখন ৮ আর সঞ্জয়ের ৬ বছর। এই চার বছরে তাদের কোম্পানি ১১টি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে। যা ৭০ হাজারবার ডাউনলোড করা হয়েছে।বর্তমানে তাদের বার্ষিক আয় ১২০ কোটি টাকা। অ্যাপেল নির্মাতা স্টিভ জোবস তাদের অনুপ্রেরণা বলে জানিয়েছে এই দুই ভাই। টিটিএন/আরআইপি

Advertisement