আওয়ামী লীগ সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা-ই রক্ষা করে বলে জানিয়েছেন প্রদানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে সমাজ সেবা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন করা। বিশ্ব মন্দার সময় যখন বিশ্বের অনেক উন্নত দেশ মুখ থুবড়ে পরেছে, তখন বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। দারিদ্রের হার কমে ২৪% এ নেমে এসেছে, আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আগামী ৪ বছরের মধ্যে আরো ১০% কমিয়ে আনা।শেখ হাসিনা বলেন, আমরা এখন যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, তাতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবই। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত অর্থনৈতিক জাতিতে পরিণত হবে। আমরা যা ঘোষণা দেই, তা আমরা পালনে বদ্ধপরিকর।এসময় সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের চিত্র তুলে ধরার পাশাপাশি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement