আন্তর্জাতিক

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার শক্তিশালী দুটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। তবে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। পূর্বাঞ্চলীয় উপকূল থেকে স্থানীয় সময় সকাল ৬টার আগেই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয়। তবে এটি সফল হয় নি। প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দু’ঘণ্টা পর ওই একই স্থান থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিও নিক্ষেপ করা হয়। তবে এর অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। এ পর্যন্ত উপকূল থেকে দুই মাসে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। এছাড়া বুধবারের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগেও পেন্টাগন পিয়ংইয়ংকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে সতর্ক করেছিল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কখনো মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন।   মুসুদান ক্ষেপণাস্ত্র আড়াই হাজার থেকে চার হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে হামলা চালানো সম্ভব। টিটিএন/এবিএস

Advertisement