জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে সার্বক্ষণিক টহল

প্রতি বছরই ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করে রেলওয়ে। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে।বাসের মতো ট্রেনের টিকিটের জন্যেও রীতিমতো যুদ্ধে নেমেছেন বাড়িফেরা মানুষ। বাসের আগাম টিকিট বিক্রি শুরু হলে কাউন্টারগুলোতে যাত্রীর লম্বা লাইন চোখে পড়ে। একই চিত্র আজ ট্রেনের ঈদ-টিকিট বিক্রির প্রথম দিনে। আছে চিরাচরিত সেই ভিড়। এবারও রাজধানীর কমলাপুর স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা।অন্যান্য বছরগুলোতে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পেয়ে অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। কারণ সে সব টিকিট চলে যেত কালোবাজারিদের কবলে। এবার টিকিট কালোবাজারিদের ঠেকাতে কমলাপুর স্টেশনে শক্ত অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, টিকিট কেন্দ্রীক যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা আমাদের টহল জোরদার করেছি।টিকিট কাউন্টারগুলোর প্রতিটি লাইনে আমাদের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছে। এছাড়াও সাদা পোশাকে রয়েছেন অনেকেই।আব্দুল মজিদ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সিসি ক্যামেরা ছাড়াও আমরা পুরো পরিস্থিতি ভিডিও করছি যে কারো সন্দেহজনক আচরণ মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারি শনাক্ত ও স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।এদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া বিভিন্ন  কর্মপরিকল্পনা বাস্তবায়নে রেল ভবনে কন্ট্রোলরুম থেকেও নজরদারি করা হচ্ছে বলে জানা গেছে।এএস/এসআই/একে/এবিএস

Advertisement