দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বাতিস্তুতা। তবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে বাতিস্তুতার রেকর্ডের সঙ্গে ভাগাভাগি করেছিলেন মেসি। আর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগে ৫৪টি গোল করেছিলেন বাতিগোল। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল করে মেসির আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫৫টিতে।বাতিস্তুতার এই রেকর্ড যে এক সময় মেসির দখলে চলে যাবে, তা জানাই ছিল। তবে তিনি যে কোপা আমেরিকার এবারের আসরেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতেও পারেননি মেসি। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নেমেই করেছিলেন হ্যাটট্রিক। অনেকখানি এগিয়ে গিয়েছিলেন বাতিস্তুতার রেকর্ডের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করেই স্পর্শ করে ফেলেন রেকর্ডটি। আর আজ সেই রেকর্ড ছাপিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।এমআর/এবিএস
Advertisement