খেলাধুলা

কোপায় মেসির দাড়ি বিপ্লব

কোপার সেন্টেনারিও (শতবর্ষী উৎসব) শুরুর আগে ইনজুরিতে পড়ে লিওনেল মেসির খেলা অনেকটাই অনিশ্চিত। প্রথম ম্যাচে তো খেলতেই পারেননি। পরের ম্যাচেই তিনি ফিরেছেন হ্যাটট্রিক গোল করে। শুধু দুর্দান্ত ফর্ম নিয়েই নয়, মেসি হাজির হলেন নতুন রূপে। মুখভর্তি দাড়ি নিয়ে। কোপায় এক মুখ দাড়ি নিয়ে খেলতে নামা মেসিকে দেখে অবাক ফুটবল দুনিয়া। নতুন স্টাইল স্টেটমেন্ট বলে ধরে নেওয়া হচ্ছিল এত দিন৷ কোপার সেমিফাইনালে পা দেয়ার পর আর্জেন্টিনা অধিনায়কের কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে৷ সংস্কারের জন্যই নাকি দাড়ি কাটছেন না মেসি! খেলা জগতে দাড়ি আর গোঁফ নানা সময় ফুটে উঠেছে নানান সংস্কারের ছবি হয়ে৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময় মোহাম্ম আজহার উদ্দিন কখনও গোঁফ রাখতেন, কখনও রাখতেন না৷ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পর সারা টুর্নামেন্টে দাড়ি রেখেছিলেন ধোনি৷ কিছু দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দাড়ি-গোঁফ রেখেছিলেন বিরাট কোহলিও৷মেসিও কি সংস্কারের জন্যই দাড়ি রাখতে শুরু করেছেন? বার্সেলোনার সুপারস্টার ক্লাবের হয়ে প্রচুর সাফল্য পেলেও দেশের হয়ে কখনও কিছু পাননি৷ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হার৷ পরের বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছেও পরাজয়৷ কোপার শতবর্ষে ট্রফি জেতার জন্যই কি দাড়িমুখো মেসির দেখা মিলেছে? বার্সা তারকা নিজেও কিছুটা তারই ইঙ্গিত দিয়েছেন৷ কোয়ার্টারে ফাইনালে ভেনেজুয়েলাকে হারানোর পর তিনি নিজেই বলেছেন, ‘দাড়ি কাটলে ওরা (সতীর্থরা) আমাকে মেরেই ফেলবে!’ তার দাড়ি মুখের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে৷ মেসির মতো দাড়ি রাখতে শুরু করেছেন আর্জেন্টিনার ভক্তদের অনেকেই৷ দাড়ি রাখতে শুরু করেছে আর্জেন্টিনারও অনেকে। মেসির দাড়ি নতুন স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে মার্কিনদেরও৷ গ্যালারিতে ম্যাচ দেখার সময় নকল দাড়ি লাগিয়ে খেলা দেখছেন সমর্থকরা৷ কোপা কাভার করতে যাওয়া আর্জেন্টাইন সাংবাদিকদের মুখে দেখা যাচ্ছে না কাটা দাড়ি৷ আর্জেন্টিনার অভিনেতারাও রাখছেন৷ এক সাংবাদিক তখন মজা করে তাকে জিজ্ঞাসা করেছেন, তাহলে কি ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও দাড়ি মুখে দেখা যাবে আপনাকে? মেসিও হাসতে হাসতে জবাব দিয়েছেন, ‘এটা অনেকে বলছে, রাশিয়াতেও নাকি আমাকে দাড়ি মুখে দেখা যাবে৷ না তা হয়তো থাকবে না৷’ যতই রসিকতা করুন তিনি, অনেকেই ধরে নিয়েছেন রাশিয়াতেও দাড়ি মুখে বিশ্বকাপ খেলতে যাবেন মেসি৷ দাড়ি না কাটলে দু’বছর পর কেমন দেখতে লাগবে তাকে, তার ছবিও ছড়িয়ে পড়েছে টুইটার, ফেসবুকে৷ বাংলাদেশের অনেকে তো তাকে দীপ্ত টিভির জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমানও বলতে শুরু করে দিয়েছেন। কেন হঠাৎ মেসি দাড়ি রাখতে শুরু করলেন? তা নিয়ে ব্যাপক জল্পনা৷ মেসির ঘনিষ্ঠমহলে শোনা যাচ্ছে তার দাড়ি রাখার এক চমকপ্রদ গল্প৷ ১৪ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় বার্সেলোনার৷ ওই বিপর্যয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মেসি৷ তার পারফরম্যান্সও তেমন ছিল না৷ কষ্টে থাকা মেসি পরদিন সকালে আর দাড়ি কামাননি৷ সেই শুরু৷ওই দাড়িই এখন সঙ্গী হয়ে গিয়েছে মেসির৷ তিনি নিজেই বলেছেন, ‘ভবিষ্যৎ জানি না, কোপার শেষ পর্যন্ত এই দাড়ি থাকবে৷’ সার্জিও আগুয়েরোও যেমন মেসির দাড়ির ভক্ত৷ তিনি নিজেও দাড়ি রাখতে শুরু করেছেন৷ আগুয়েরো বলেছেন, ‘আমরাও লিওর দাড়ির সঙ্গে জড়িয়ে৷ আমরাও অনেকে দাড়ি রাখছি৷ লিও একদিন বলল, দাড়ি রেখে দেখে যাক কী হয়!’ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘মেসির সঙ্গে আমরা দাড়ি রাখাটা নিয়ম করে ফেলেছি৷ মনে তো হচ্ছে এতে ভালো কিছু হতে চলেছে৷’ শুধু একটা প্রশ্ন, জিলেটের মতো ব্র্যান্ডেড সেভিং কোম্পানি কী করবে? তাদের সঙ্গে এখনও চুক্তি রয়েছে মেসির৷ জিলেট রেজারে মেসির দাড়ি কামানোর ছবি ও ভিডিও সারা বিশ্বে বহুল প্রচারিত৷ মেসির সে সব নিয়ে চাপ নেই৷ বরং তার দাড়ি আবার নতুন ট্রেন্ড নিয়ে এসেছে তরুণ প্রজন্মে৷আইএইচএস/আরআইপি

Advertisement