খেলাধুলা

এক সপ্তাহের বিশ্রামে মুশফিকুর রহিম

কাঁধে আঘাত পাওয়ায় এক সপ্তাহের বিশ্রামে থাকতে হবে জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। শনিবার বিকেলে তার কাঁধের স্ক্যান রিপোর্ট দেখে এ সিদ্ধান্ত নেন বিসিবির বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিষ চৌধুরী।এদিকে এ বিশ্রামের ফলে রোববার মোহামেডানের বিপক্ষে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে দেখা যাবে না প্রাইম দোলেশ্বরের অধিনায়ক মুশফিকুর রহিমকে। দেবাশিষ চৌধুরী জানান, মুশফিকের ডান কাঁধের হাড় সরে গিয়েছিল। তবে এখন ঠিক আছে। আগামি এক সপ্তাহ তাকে বিশ্রামে কাটাতে হবে। সপ্তাহ দু’য়েকের মধ্যে মুশফিক ব্যাট হাতে নামতে পারবেন।বিশ্বকাপের কাছাকাছি সময়ে এসে বড় ধরণের এক আশঙ্কাই জাগিয়েছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রিমিয়ার লিগের দল প্রাইম দোলেশ্বরের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বৃহস্পতিবার আরেক খেলোয়াড়ের ধাক্কায় কাঁধে আঘাত পান মুশফিক। তবে এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। বিশ্রাম শেষে আবার তিনি মাঠে ফিরবেন এমনটাই আশা টাইগার ভক্তদের।

Advertisement