রাজনীতি

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না। ২০১৯ সালে নির্বাচন হবে। এর আগে সংলাপের সম্ভাবনা দেখছি না। তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, তার ৯০ দিন আগে সংলাপ নিয়ে ভাবা যেতে পারে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে `মিট দ্য প্রেস` অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, সরকারের মেয়াদ মাত্র এক বছর গেছে। আরো ৪ বছর সময় আছে। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। বিএনপির আন্দোলন নিষ্ক্রিয়। ৭ দফা দিয়ে কিছুই হবে না।

Advertisement