আফগানিস্তানে তালেবানের পৃথক হামলায় ২৪ জন নিহত হয়েছে। একটি হামলা চালানো হয়েছে রাজধানী কাবুলের কানাডীয় দূতাবাসের নিরাপত্তাকর্মীদের ওপর। ওই হামলায় দুই ভারতীয়সহ ১৪ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। সোমবার এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি মিনিবাসে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের মধ্যে অধিকাংশই ছিল নেপালের নাগরিক। তারা কাবুলে কানাডীয় দূতাবাসের হয়ে কাজ করছিল। এদিকে, পৃৃথক আরো দুটি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং তালেবান উভয়ই এসব হামলার দায় স্বীকার করেছে।ওই হামলায় পাঁচ নেপালী এবং চার আফগান আহত হয়েছে। হামলায় আত্মঘাতী ওই হামলাকারীও নিহত হয়েছে। হামলায় আশে পাশের বেশ কিছু বেসামরিক যানবাহন এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে আফগানিস্তান, নেপাল, ভারত এবং পাকিস্তান। পবিত্র রমজানে এ ধরনের হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসরাফ গনি। তিনি এসব হামলায় নিহত নেপাল ও আফগানিস্তানের নাগরিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।ওই হামলার পর নেপালের প্রধানমন্ত্রী কে.পি শর্মা বলেছেন, কাবুলে ১৪ জন নেপালীর নিহতের খবরে আমি শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি ওই হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। টিটিএন/পিআর
Advertisement