বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির বাংলা সিনেমার আয়োজনে থাকছে বিশেষ চমক। সেটি হলো অমর নায়ক সালমান শাহ স্মরণে ঈদের সাত দিন ৭টি চলচ্চিত্র প্রদর্শন করবে চ্যানেলটি। পাশাপাশি সপ্তাহব্যাপী চলবে নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদিরও ছবি। সালমান শাহ অভিনীত সিনেমাগুলো প্রচারিত হবে ঈদের সাত দিন প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে। তারমধ্যে ঈদের প্রথম দিন থাকছে ‘স্বপ্নের ঠিকানা’। ছবিটি পরিচালনা করেছেন এম এ খালেক। ছবিটিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর সহ আরো অনেকে।দ্বিতীয় দিন ‘তুমি আমার’। জহিরুল হক পরিচালিত এই সিনেমায় সালমান শাহ’র বিপরীতে অভিনয় করেছেন শাবনূরসহ আরো অনেকে।তৃতীয় দিন ‘কন্যা দান’। সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। কন্যা দান সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান শাহ, লিমা, আলমগীর, শাবানাসহ আরো অনেকে।চতুর্থ দিন ‘বিক্ষোভ’। ছবিটি পরিচালনা করেছেন মহম্মদ হাননান। ছবিটিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূরসহ আরো অনেকে। পঞ্চম দিন প্রচার হবে ‘বিচার হবে’। শাহ আলম কিরণের পরিচালনায় এই সিনেমাতে অভিনয় করেছন সালমান শাহ, শাবনূরসহ আরো অনেকে।ষষ্ঠ দিন ‘অন্তরে অন্তরে’। ছবিটি পরিচালনা করেছেন শিবলী সাদিক। ছবিটিতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমীসহ আরো অনেকে।এবং সপ্তম দিন থাকছে ‘প্রেম যুদ্ধ’। সালমান শাহ, লিমা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন জীবন রহমান।এদিকে ঈদের সাত দিন হুমায়ূন ফরীদি অভিনীত চলচ্চিত্রগুলো প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিটে। তারমধ্যে ঈদের প্রথম দিন প্রচার হবে ‘রাঙা বউ’। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, আমিন খান, ঋতুপর্ণাসহ আরো অনেকে।দ্বিতীয় দিন ‘দুঃসাহস’। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, রুবেল, অরুনা বিশ্বাসসহ আরো অনেকে। তৃতীয় দিন ‘জজ ব্যারিষ্টার’। ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, আলমগীর, শাবানা, বাপ্পারাজ, লিমাসহ আরো অনেকে।চতুর্থ দিন প্রচার হবে ‘বিশ্ব প্রেমিক’। সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। সিনেমাটিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, মৌসুমী, রুবেলসহ আরো অনেকে। পঞ্চম দিন থাকছে ‘ত্যাগ’। শিবলী সাদিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, ইলিয়াস কাঞ্চন, চম্পাসহ আরো অনেকে।ষষ্ঠ দিন ‘ভন্ড বাবা’। সিনেমাটিতে অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, মান্না, মৌসুমীসহ আরো অনেকে। সিনেমাটি পরিচালনা করেছন উত্তম আকাশ। আর শেষদিন সপ্তম দিন প্রচার হবে ‘টাকার অহংকার’। হুমায়ূন ফরীদি, শাবনাজ, নাঈম অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন হাফিজ উদ্দিন। এলএ/এমএস
Advertisement