খেলাধুলা

বিকেএসপিতে ফিরে আবারো রানের পাহাড়ে আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটি ম্যাচ মিরপুরে খেলার পর আবারো বিকেএসপিতে ফিরে এসেছে আবাহনী। মোহামেডানের বিপক্ষে রেকর্ড রান করার পর সে ধারা ধরে রাখল তারা। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেও বড় স্কোর করেছে তামিম-সাকিবরা। সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে তারা।এদিন সাভারের বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। শুরুটা ছিল বেশ দুর্দান্ত করে তারা। অধিনায়ক তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ৭৬ রানের দারুণ সংগ্রহ জুটি গড়েন লিটন কুমার দাস। এ সময় তাইজুল ইসলামের বলে জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে তামিম বিদায় নিলে, নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে আবাহনী।দলীয় ১১২ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে মোসেদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দলের হাল ধরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত তৈরী করে দেন এ দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮  উইকেট হারিয়ে ২৯০ রান করে আবাহনী।দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক। ৫৫ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব। এছাড়া ৬৯ বলে ৬টি চারে ৫১ রান করেন লিটন। রূপগঞ্জের পক্ষে তাইজুল ইসলাম ৪৫ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া আসিফ আহমেদ ৫৭ রানে নেন ৩টি উইকেট।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement