ক্যাম্পাস

চবিতে চলছে ছাত্রলীগের একাংশের অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভিএক্স গ্রুপ নামের ছাত্রলীগের একাংশের ডাকে শনিবার সকাল থেকে অবরোধ চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাপস হত্যাকারীদের গ্রেফতারসহ ছয় দফা দাবিতে এই অবরোধ ডাকা হয়েছে বলে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স গ্রুপের নেতারা জানিয়েছেন।তবে ছাত্রলীগের অবরোধ আহ্বানকারী ভিএক্স গ্রুপের হাতেই বিশ্ববিদ্যালয় ছাত্র তাপস নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ভিএক্স গ্রুপ তাদেরকে হয়রানির অভিযোগ এনে উল্টো বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিল।অবরোধ আহ্বানকারী ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ বলেন, ‘ছয় দফা দাবিতে আমরা বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করছি। এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ছাত্রলীগের সিএফসি গ্রুপের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্র তাপসের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, কর্তব্য অবহেলার কারণে হাটহাজারী মডেল থানার ওসি মো. ইসমাইলের অপসারণ, ছাত্রলীগ কর্মীদের হলে অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ইতিপূর্বে আটক নিরপরাধ নেতাকর্মীদের মুক্তি, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অস্ত্র ও হত্যা মামলা প্রত্যাহার।’ 

Advertisement