নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া নামক স্থানে আম বোঝাই পিকআপের চাপায় গফুর (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত গফুর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি একই উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামে। এদিকে এ ঘটনার পর পরই বিক্ষুদ্ধ এলাকাবাসী চৌমুহনী-সোনাইমুড়ী-ঢাকা সড়কটি অবরোধ করে এবং ঘাতক পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ এলাাকাবাসীর দাবির প্রেক্ষিতে দ্রুত স্পিড বেকার নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।স্থানীয় এলাকাবাসী ও সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টার সময় বগাদিয়া পুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাইমুড়ী বাজার থেকে আসা চৌমুহনীগামী আম বোঝাই একটি পিক আপ গফুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিজানুর রহমান/এফএ/এবিএস
Advertisement