আগামী মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের পরবর্তী আসরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ১৪তম বোর্ড সভায় এ সূচি চূড়ান্ত অনুমোদন করেছে বোর্ড। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ- বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে আগামী মৌসুম শুরু করতে যাচ্ছে বিসিবি। বিসিবির টুর্নামেন্ট কমিটির সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিসিএল। এরপর ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং এরপর অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট লিগ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।এদিন বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেট ক্যালেন্ডার ২০১৬ অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন ক্যালেন্ডার ঠিক মত পরিচালনা করা হয়। অনেক সময় ক্যালেন্ডার থাকে না। এবার আমরা যেই ক্যালেন্ডার পেয়েছি সেটা যেন ঠিক মত পরিচালনা করা হয়। এ বিষয়টিতে এবার জোর দেওয়া হয়েছে।’আগামী মৌসুমের সূচি অনুমোদন দেওয়া হলেও কবে থেকে মৌসুম শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি বিসিবি প্রধান।আরটি/আইএইচএস/পিআর
Advertisement