অর্থনীতি

ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ শেয়ারবাজার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।ডিএসসি থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) মোট ৯ দিন বন্ধ থাকবে।জানা গেছে, শেয়ারবাজারের ৯ দিন বন্ধের মধ্যে সরকারি ছুটি ৮ দিন। আর বাকি একদিন (৪ জুলাই) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। সরকারি ৮ দিনের ছুটির মধ্যে ২ দিন শুক্রবার ও ২ দিন শনিবার, ৩ দিন ঈদের সরকারি ছুটি ও একদিন শবেকদর।অর্থাৎ ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার), রোববার (৩ জুলাই) শবেকদরের ছুটি। ৪ জুলাই (সোমবার) ডিএসইর বিশেষ ছুটি ঘোষণা। ৫ থেকে ৭ জুলাই (মঙ্গল, বুধ ও  বৃহস্পতিবার) ৩ দিন ঈদুল ফিতরের ছুটি। এরপর ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি।আগামী ১০ জুলাই রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি চলবে।এসআই/বিএ/পিআর

Advertisement