দেশজুড়ে

লাইসেন্স পরিদর্শকের সিল-স্বাক্ষর জাল : আটক ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করায় ৪ জনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে পৌর কর্তৃপক্ষ তাদের আটক করেন। আটকরা হলেন- কথিত রামগঞ্জ অটোরিকশা ফেডারেশন সভাপতি মো. মজিব উল্যা, সাধারণ সম্পাদক হেদায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক আবদুর রব ও সদস্য বাবলু।পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, রামগঞ্জ শহরে ব্যাটারিচালিত ৫০০টি অটোরিকশা চলাচলের জন্য সম্প্রতি অনুমতি দেয়। এজন্য  মেয়র আবুল খায়ের পাটোয়ারী ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ৫০০টি ‘অনুমতি’ টোকেন দেন। এরপর থেকে কথিত অটোরিকশা ফেডারেশনের নেতারা পৌরসভার লাইসেন্স পরিদর্শক হানিফ পাটোয়ারীর সিল ও স্বাক্ষর জাল করে রিকশাচালক ও মালিকদের কাছে এক হাজার তিনশ টোকেন বিতরণ করে। প্রতিটি টোকেন সাতশ টাকা হারে আদায় করা হয়। প্রতারণার বিষয়টি জানতে পেরে এ ঘটনায় জড়িত ৪ জনকে খবর দিয়ে এনে আটক করা হয়।এ ব্যাপারে রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী বলেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া টোকেনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।কাজল কায়েস/এসএস/এমএস

Advertisement