আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যে প্রথম- ১ম পর্ব

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের। প্রাচীন কাল থেকেই বাংলা সাহিত্য উৎকর্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। নানাবিধ পরিবর্তনের মধ্যদিয়ে বর্তমান ধারায় এসেছে পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে আরো কোনো পরিবর্তন হবে। তবে শুরুর দিকে যা সৃষ্টি হয়েছে, তা আজও স্মরণীয়। সেই স্মরণীয় বিষয় নিয়েই আজকের আয়োজনের ১ম পর্ব-১. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।২. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?উত্তর : মীর মশাররফ হোসেন।৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে?উত্তর : বিহারীলাল চক্রবর্তী।৫. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম যতিচি‎হ্ন ব্যবহারকারী কে?উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী কে?উত্তর : প্রমথ চৌধুরী।৭. প্রশ্ন : প্রথম বাংলা বর্ণ খোদাইকারী কে?উত্তর : পঞ্চানন কর্মকার।৮. প্রশ্ন : সম্পূর্ণ বাংলা বর্ণের নকশা প্রস্তুতকারী কে?উত্তর : চালর্স উইলকিনস।৯. প্রশ্ন : প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক কে?উত্তর : শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।১০. প্রশ্ন : প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা কে?উত্তর : বিবি তাহেরন নেছা।১১. প্রশ্ন : বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক কে?উত্তর : লায়লা সামাদ।১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?উত্তর : শাহ মুহম্মদ সগীর।১৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে?উত্তর : মাহমুদা খাতুন সিদ্দিকা।১৪. প্রশ্ন : ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কী?উত্তর : কৃপাশাস্ত্রের অর্থভেদ।১৫. প্রশ্ন : ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের রচয়িতা কে?উত্তর : ম্যানুয়েল দ্যা অাসসুম্পসাও।১৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ কী?উত্তর : কথোপকথন।১৭. প্রশ্ন : ‘কথোপকথন’র রচয়িতা কে?উত্তর : উইলিয়াম কেরী।১৮. প্রশ্ন : ‘কথোপকথন’র প্রকাশকাল কত?উত্তর : ১৮০১ সাল।১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী?উত্তর : আলালের ঘরে দুলাল।২০. প্রশ্ন : ‘আলালের ঘরে দুলাল’র রচয়িতা কে?উত্তর : প্যারীচাঁদ মিত্র।এসইউ/এমএস

Advertisement