পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানির সম্পদ বেড়ে দাড়িয়েছে এক হাজার ৩৪৮ কোটি টাকা। যা কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।জানা গেছে, কোম্পানির জমি, ভবন এবং মোটর যান পুনর্মূল্যায়ন করা হয়েছে। পুনর্মূল্যায়নের পর রূপালী ব্যাংকের মালিকানাধীন জমির বাজারমূল্য ৪৬৮ কোটি ১৩ লাখ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ২ কোটি ৯ লাখ টাকায় উন্নীত করেছে। ভবনের মূল্য ৪৩০ কোটি ২২ লাখ টাকা থেকে কমিয়ে ৩২৩ কোটি ২০ লাখ টাকা এবং মোটরযানের মূল্য ১২ কোটি ৭৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি ৮৯ লাখ টাকা করেছে।
Advertisement