আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ৫ পাকিস্তানী সেনা নিহত

ভারতের কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন পাকিস্তানী সেনা নিহত হয়েছেন। এক ভারতীয় সেনা নিহতের জের ধরে সামবা সেক্টর ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের মাঝামাঝি এ গোলাগুলির ঘটনা ঘটে।ওই ভারতীয় সেনা নিহতের বদলা নিতেই চার পাকিস্তানী রেঞ্জার্স সদস্যকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পরিদর্শক রাকেশ শর্মা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।রাকেশ শর্মা আরও জানান, ‘ঘটনার পর লাশ সরিয়ে নিতে পাকিস্তানী রেঞ্জার্সরা সাদা পতাকা উড়িয়ে আমাদের গুলি থামাতে বলে। তাদের অনুরোধের পর আমরা গুলি থামাই।’ এ ঘটনার পর ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে অভিযোগ জানানো হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে।এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানী সেনারা ভারতের বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে গুলি চালিয়েছে বলে ভারত জানিয়েছে। ২০০৩ সালে কাশ্মীর অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে তা প্রায়ই লঙ্ঘিত হচ্ছে।গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে বেশ কয়েকদিন ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নয়জন পাকিস্তানী ও সাতজন ভারতীয় নিহত হন। সূত্র : বিবিসি

Advertisement