মিটিংয়েও ঘুম পাবে নাপ্রশ্নকর্তা : কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে? উত্তর : যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না! ****আছাড় খেতে হবে১ম বন্ধু : আচ্ছা, চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে তুই মনে মনে কী ভাবিস? ২য় বন্ধু : ইস! আজকেও আবার আছাড় খেতে হবে!****শেয়ারবাজারে বিনিয়োগ স্ত্রী : এই শুনছো?স্বামী : হ্যাঁ, বলো।স্ত্রী : শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়? স্বামী : সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করো।**** শুভ সন্ধ্যাশিক্ষক : ‘সন্ধ্যার সংবাদ’ কাকে বলে? ছাত্র : যে সংবাদের শুরুতেই বলা হয়, ‘শুভ সন্ধ্যা’। এরপর একে একে বর্ণনা করা হয়! ****তবুও ভাঙল না ১ম বন্ধু : মেঝের ওপর একটা ডিম পড়ল, অথচ ভাঙল না। কীভাবে সম্ভব? ২য় বন্ধু : মেঝেটা যথেষ্ট শক্ত। তাই ডিমের আঘাতে ভাঙেনি!****বড় হাতের পাঞ্জাপ্রশ্নকর্তা : যদি আপনার এক হাতে তিনটি আপেল, দু’টি কমলা এবং অন্য হাতে দু’টি নাশপাতি, চারটি আম থাকে, তাহলে সবশেষে আপনার কী আছে? উত্তরদাতা : অনেক বড় হাতের পাঞ্জা। এসইউ/এমএস
Advertisement