ইসরায়েলের গোলাবর্ষণের শিকার ক`জন ফিলিস্তিনি গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ঐ ভূখন্ডে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণে মৃতের সংখ্যা এখন ৬০০ ছাড়িয়েছে।সোমবার রাতে ৭০টি লক্ষবস্তুর ওপর বোমা ফেলা হয়েছে। এর মধ্যে ক`টি মসজিদ এবং একটি স্পোর্টস কমপ্লেক্সও রয়েছে।জাতিসংঘের ত্রাণ দফতর গাযার বেসামরিক মানুষজনের অবস্থাকে `বিপর্যয়কর` বলে বর্ণনা করেছে। জাতিসংঘ মানবিক বিষয়ক দপ্তরের কর্মকর্তারা বলছেন, গাজায় জনবসতি এতটাই ঘন যে গোলার হাত থেকে পালানোর কোন জায়গা নেই।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি গোলায় গাজার ১৮টি হাসপাতাল এবং ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজার অভিযানের সময় একজন ইসরায়েলি সৈন্য নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে এই সৈন্য এখন বেঁচে নেই বলেই কর্মকর্তারা মনে করছেন। ক্রমাগত ইসরায়েলি গোলাবর্ষণের জবাবে ফিলিস্তিনি জঙ্গীরাও পাল্টা রকেট ও মর্টার ছোঁড়া অব্যাহত রখেছে।
Advertisement