ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম পর্বের শেষ পর্যন্ত দারুণ অবস্থানে ছিল প্রাইম দোলেশ্বর। প্রথম পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত তারাই ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। অথচ সুপার সিক্সে এসে শিরোপা স্বপ্ন কঠিন করে ফেলে তারা। তবে শেষ তিন ম্যাচ জয় করে আবারও শীর্ষে ফেরার স্বপ্ন দেখছে দলটি। এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। শুক্রবার বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে অনুশীলন করতে আসে প্রাইম দোলেশ্বর। অনুশীলন শেষে কোচ বলেন, ‘শেষ ম্যাচটা হেরে যাওয়ায় আমাদের অবস্থানটা একটু নড়বরে হয়ে গেছে। তবে আমি আশাবাদী ছেলেরা এতদিন যেমন ক্রিকেট খেলে এসেছে এখন এর চেয়ে ভালো ক্রিকেট খেলবে। পরের তিন ম্যাচ জিতলে আমরা আবার শীর্ষে চলে আসবো।’শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলা দোলেশ্বর শেষ তিনটি ম্যাচ জয়হীন রয়েছে। তাই আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা। যদিও এর মধ্যে আবাহনীর বিপক্ষে ম্যাচের ফলাফল এখনও ঘোষণা হয়নি। তামিমের অসৌজন্যমূলক আচরণের কারণে ম্যাচটি স্থগিত করা হয়। তাই শিরোপা রেসে থাকতে হলে এ ম্যাচের জয়ের বিকল্প নেই বলে জানান বাবুল।‘আমাদের দুইটা ম্যাচ হয়েছে, একটাতো আবাহনীর বিপক্ষে ম্যাচ যেটার ফলাফল এখনও আমরা পাইনি। আর গত ম্যাচ আমরা হেরে গেছি। আমরা শিরোপার জন্য লড়াই করছি এবং সে অবস্থানে আমরা ছিলাম। আবাহনীর ম্যাচের ফলাফল কি হবে জানি না। তবে শিরোপার দৌড়ে থাকতে হলে কালকের ম্যাচে জিততেই হবে আমাদের।’আবাহনীর বিপক্ষে ম্যাচের আশা ছেড়ে দিয়েছেন বাবুল। ওই ম্যাচ ছাড়াই হিসেব করছেন তিনি। আর সে ম্যাচ নিয়ে কোন চিন্তাভাবনাও করছেন না বলে জানান এ কোচ।‘আমরা সে ম্যাচ নিয়ে ভাবছি না। ওই ম্যাচ আমরা চিন্তা করেছি যে আমাদের হয়ে গেছে। শেষ ম্যাচে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি, বিশেষ করে ব্যাটিং সাইড। যার ফলশ্রুতিতে আমরা খুব বাজে ভাবে হেরেছি।’আগামীকাল শনিবার মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে দোলেশ্বর। আগের ম্যাচে দুটি দলই প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়েছে। রেকর্ড হারের ফলে কোণঠাসা মোহামেডান শিবির। তবে এটা তাদের বাড়তি সুবিধার পরিবর্তে হিতে বিপরিত হতে পারে বলে মনে করেন কোচ।‘এর রকম অবস্থানের দুটি দিক হয়। একটা দল যখন হারতে থাকে তখন দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা সেহ লড়াই করে, আবার মানসিকভাবে বিপর্যস্তও থাকতে পারে। তো কোন ভাবে থাকবে আমরা জানি না, আমাদের ভালো খেলতে হবে।’আরটি/এমআর/এমএস
Advertisement