স্পট ফিক্সিং দায়ে ধরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আশরাফুল আগামী আগস্ট মাসে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কি না সেটা নিয়ে রয়েছে সংশয়। তবে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল মনে করেন, ক্রিকেটে ফেরার পর আশরাফুলকে অন্য ক্রিকেটারদের মতোই বিবেচনা করা উচিত। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় আশরাফুল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুব সেনসেটিভ ইস্যু, আমরা সবাই জানি। উনি এখন শাস্তি ভোগ করছেন। সাজার মেয়াদ শেষ হওয়ার পর উনি আমাদের মতোই একজন থাকবেন। যে কারণে উনাকে সাজা দেওয়া হয়েছিল, সেই সাজা কাটিয়েই আবার ক্রিকেট মাঠে নামবেন। ফলে তখন তাকে অন্য চোখে দেখা উচিত হবে না। কারণ তিনি তাঁর সাজাটা পুরোপুরি ভোগ করেই ফিরছেন।’এমনকি তামিম আশরাফুকে নিয়ে করেন ভূয়সী প্রশংসা। তিনি বলেন, ‘আশরাফুলের মতো প্রতিভাবান ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশে জন্মায়নি। সাজার মেয়াদ কাটিয়ে ফেরার পর যেকোনো কিছুই হতে পারে।’উল্লেখ্য, নিষেধাজ্ঞার আগে আশরাফুল দেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭ টি ওয়ানডে আর ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন।এমআর/এমএস
Advertisement