খেলাধুলা

২৪ জুলাই শুরু হচ্ছে পেশাদার লিগ

ফেডারেশন কাপ শেষ হওয়ার আগেই ঘোষণা হলো লিগের সূচি। আগামী ২৪ জুলাই থেকে মাঠে গড়াবে পেশাদার ফুটবল লিগের আসর। এবার ঢাকা ও ঢাকার বাইরের মোট ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। লিগ শুরুর দিনক্ষণ চুড়ান্ত হলেও সূচি এখনও চুড়ান্ত করা হয়নি।আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। সভা শেষে প্রিমিয়ার লিগ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। ২৪ জুলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের পেশাদার ফুটবল লিগের।লিগে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। আর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম-বরিশাল ও গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রতিদিন ১টি করে খেলা অনুষ্ঠিত হবে।আইএইচএস/পিআর

Advertisement