খেলাধুলা

বিবিসিই হলেন ইতালির মেসি

ফুটবলে বিবিসি বলতেই সবার আগে উঠে আসবে রিয়াল মাদ্রিদের রোনালদো-বেল-বেনজেমার নাম। তাদের অসাধারণ নৈপুণ্যেই এই ত্রয়ীর নাম দেয়া হয় বিবিসি। কিন্তু ফুটবলে কি শুধু তারা একাই বিবিসি রয়েছে? চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিরও রয়েছে বিবিসি। আর সেই বিবিসিকেই নিজের মেসি বললেন জুভেন্টাস কোচ ম্যাক্স এলেগ্রি। কারা এই ইতালির বিবিসি? ইতালির ডিফেন্সের তিন রক্ষাকর্তা বারজাঘলি, বনুচ্চি, চিয়েল্লিনিকে বিবিসি আখ্যা দিয়েছেন এলেগ্রি। ইতালির হয়ে ইউরোর প্রথম ম্যাচেই অসাধারণ খেলেছেন তারা। শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে ২-০ গোলের জয় ছিনিয়ে আনে বুফনের দল। এলেগ্রি বলেন, ‘এই বিবিসি সঙ্গে বুফন, চারজনই হলেন আমার মেসি। আমি অন্য কোন সেরা খেলোয়াড়ের সঙ্গে তাদেরকে বদল করবো না।’ইতালির পাশাপাশি জুভেন্টাসেও এক সঙ্গে খেলে থাকেন বিবিসি এবং বুফন। তাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া এতো ভালো যে বয়স বেড়ে গেলেও এখন ফর্ম ধরের কারণে ইতালির মত দলে টিকে রয়েছেন তারা। এলেগ্রি বলেন, ‘ইতালি দারুণভাবে ইউরো টুর্নামেন্ট শুরু করেছে। একটা দল হিসেবে লড়াই করার অদম্য মানসিকতা দেখিয়েছে।’আরআর/পিআর

Advertisement