বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে দুই দেশের মধ্যে একটি লিয়াজোঁ অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কক্সবাজারে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য প্রকাশ করেছেন।বিজিবি সেক্টর কমান্ডার জানান, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ১৪৪ কিলোমিটার সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব বিষয়ে মিয়ানমারের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য সীমান্তে উভয় দেশের মধ্যে একটি লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাব দেওয়া হয়েছে।মিয়ানমারের সম্মতি পাওয়া গেলে এই বিষয়ে শিগগির কাজ শুরু হবে। তিনি আরও জানান, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি দল সম্প্রতি সীমান্ত এলাকা পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করেছে।মতবিনিময় সভায় জানানো হয়, বিজিবি গত এক বছরে ৫ হাজার ৫২১ রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। এ ছাড়া একই সময়ে অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। মতবিনিময় সভায় বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল ইসলামও বক্তব্য রাখেন।
Advertisement