ইংল্যান্ডের বিপক্ষে তার যাওয়া না যাওয়া নিয়ে বেশ দোলাচলেই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সকল শঙ্কাকে দূর করে ইংল্যান্ড যাওয়ার ভিসা পেয়েছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত বোলার মোহাম্মদ আমির। ফিক্সিংয়ের মরণ থাবা যেন তাকে আর গ্রাস না করতে পারে সেজন্য তাকে রাখা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণেও। তবুও সকলের চোখক ফাঁকি দিয়ে পাকিস্তানের এক টিভি শোতে যাওয়ার কারণে আমিরের আচরণে নিজেদের অখুশি হয়েছে পিসিবি। ১৩ জুন পাকিস্তানের একটি টিভি শোতে বোর্ডের কোনো কর্মকর্তাকে না জানিয়ে উপস্থিত ছিলেন আমির। সেখানে ক্রিকেট নিয়ে অনেক কথাও বলেন। পিটিআইর রিপোর্টে আরো বলা হয়েছে, তাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে পিসিবি। ইংল্যান্ড সিরিজের আগেই তার ভিসা পেতে কম সমস্যার সম্মুখীন হতে হয়নি পাকিস্তানকে। তবে সবকিছু উপেক্ষা করে তার ভিসা করেছে পিসিবি। যদিও ইংল্যান্ডের মাটিতে স্পট ফিক্সিংয়ের জন্য জেলও খেটেছেন মোহাম্মদ আমির। ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান ছাড়ার আগেই আমিরের এমন আচরণে অখুশি হয়েছেন বোর্ড কর্মকর্তারা। আমিরের এই ঘটনাকে বেশ গুরুত্ব সহকারেই দেখছে পিসিবি। কয়েকদিন আগেই বোর্ড কর্মকর্তারা আমিরের আচরণ আরো সুন্দর করার তাগিদ দিয়েছেন।আরআর/আরআইপি
Advertisement