জাগো জবস

পুলিশের কনস্টেবল পদে ১৫৫ জনের চাকরি

বাংলাদেশ পুলিশের ‘কনস্টেবল’ পদে ১৫৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ জুলাই বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশপদের নাম: কনস্টেবল (কুক-বাবুর্চি) পদসংখ্যা: ৭৯ জন পদের নাম: কনস্টেবল (এনসিই-পরিচ্ছন্নতা কর্মী) পদসংখ্যা: ৫৮ জনপদের নাম: কনস্টেবল (ইঅ্যান্ডবিআর-বুটমেকার) পদসংখ্যা: ১১ জন পদের নাম: কনস্টেবল (টেইলার-দর্জি) পদসংখ্যা: ০৭ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি। এসএসসি হলে অগ্রাধিকারঅভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।শারীরিক যোগ্যতা: উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি। তবে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি  বুকের মাপ- স্বাভাবিক ৩১ ইঞ্চি ও স্ফীত ৩৩ ইঞ্চি। তবে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩১ ইঞ্চি।বয়স: ০১ জুলাই ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।ভর্তির নিয়ম: আগ্রহীদের ১০০ টাকা ট্রেজারি চালান ও অন্যান্য কাগজসহ পরীক্ষার জন্য ‘ঢাকার উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে (এপিবিএন মাঠ)’ উপস্থিত থাকতে হবে। বাছাই পরীক্ষা: ১৭ জুলাই ২০১৬ সময়: সকাল ৮টা।সূত্র: ইত্তেফাক, ১৫ জুন ২০১৬এসইউ/আরআইপি

Advertisement