বিনোদন

বদলে গেছে শাকিব খানের মেন্টাল ছবির নাম

‘মেন্টাল- ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ নামেই ছবিটি নির্মিত হয়েছিলো। ভালোয় ভালোয় এর শুটিং-ডাবিংও শেষ হয়েছে। তবে ঝামেলা বেঁধেছে সেন্সরে গিয়ে। ছবির নাম ইংরেজি হওয়াতে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। বাধ্য হয়েই বদলে দেয়া হলো শাকিব খান অভিনীত এই ছবিটির নাম। তাই আসছে ঈদে ‘মেন্টাল’ ছবিটি মুক্তি পাবে ‘রানা পাগলা’ নামে। এমনটাই জানালেন ছবিটির পরিচালক শামীম আহদেম রনি। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড আপত্তি করলে তো কিছু করার থাকে না। তাছাড়া এটা এখন চলচ্চিত্রের নতুন আইন যে বাংলা ছবির নাম ইংরেজিতে হতে পারবে না। আর আইন তো সবার জন্যই সমান। তাই আমিও সেন্সর বোর্ডের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ‘মেন্টাল’ ছবির নাম পাল্টে নিলাম।’ তিনি আরো বললেন, ‘ব্যক্তি জীবনে শাকিব খানের নাম মাসুদ রানা। ছবিটিতেও নাম তার রানা।সে ভাবনা থেকেই ছবির নাম ‘রানা পাগলা’ রাখা হয়েছে।ছবির নাম ‘রানা পাগলা’ হলেও ট্যাগ হিসেবে থাকবে ‘দ্য মেন্টাল’। অর্থাৎ ছবিটি মুক্তি পাবে ‘রানা পাগলা - দ্য মেন্টাল’ নাম নিয়ে।’তবে ছবির এমন নামকরনে সমালোচনার পড়েছে ‘মেন্টাল’। অনেকে দাবি করছেন, বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে তাল মিলানো তো দূরের কথা সেই ভাবনাটাই আমাদের মধ্যে কাজ করে না। সেটি আবার প্রমাণ হলো ‘মেন্টাল’ ছবির এই হাস্যকর নামকরণে। একটি ছবির নাম ‘রানা পাগলা’ রেখে কী করে আপনি চলচ্চিত্রের বিশ্বায়নের কথা ভাববেন? তাছাড়া এই নামকরণগুলো আসলে করাই হয় নির্দিষ্ট একটা শ্রেণির দর্শকদের কথা বিবেচনা করে। রুচিশীল ও শিক্ষিত মানুষ বাণিজ্যিক ছবি দেখুক এই চেষ্টাটাই করেন না এখনকার পরিচালকরা। নইলে ছবির এমন নামকরণ না করে আরো ভালো, শ্রুতিমধুর এবং রুচিশীল নাম রাখা যেত।সে বিষয়টি আঁচ করেই চরিত্রের নাম নিয়ে আপত্তি তুলেছেন শাকিব খান। ছবির এ ধরনের নাম (রানা পাগলা) তার ব্যক্তি ইমেজের জন্য ক্ষতিকর হবে বলে মনে করছেন তিনি। হুট করেই এমন একটি নাম বাছাইয়ের জন্য প্রযোজকের উপর হতাশাও প্রকাশ করেছেন তিনি। শাকিব মনে করেন, ‘ছবিটির নামের সূত্র ধরে মানুষ আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করতে পারেন। তাই আমি এই নাম নিয়ে জোর আপত্তি জানিয়েছে। যেহেতু সেন্সর বোর্ড থেকে তেমন কিছু হয়নি তাই আমি এখন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। আশা করি মন্ত্রণালয় আমার বক্তব্য বিবেচনা করবে। কেননা এমন একটা নাম কখনো চলচ্চিত্রের হতে পারে না।’প্রসঙ্গত, ‘রানা পাগলা’ ছবিতে অনেক চমক নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। এখানে তাকে প্রথমবারের মতো তিন নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। তারা হলেন তিশা, আঁচল ও পড়শী।শামীম আহামেদ রনি পরিচালিত এই ছবিটি আজ বৃহস্পতিবার (১৬ জুন) সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর প্রযোজনায় আছেন পারভেজ চৌধুরী। আসছে রোজা ঈদে প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রানা পাগলা-দি মেন্টাল’। এলএ/আরআইপি

Advertisement