দেশজুড়ে

ঝিনাইদহে নকল আজিজ বিড়ি তৈরির মালামাল জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার নকল আজিজ বিড়ি তৈরির কাগজ, তামাক ও মালামাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করে জেল ও জরিমানা প্রদান করা হয়।  বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল­্লার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো জব্দ করে পুড়িয়ে ফেলে এবং ২ জনকে কারাদণ্ড প্রদান করেন। এসময় উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাজান আলীর ছেলে দণ্ডপ্রাপ্ত আসলামকে (২০) ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এছাড়া অনদায়ে আরো ২ মাসের কারাদণ্ড এবং একই গ্রামের নুরনবীর ছেলে আকিদুলকে (২৫) ২ মাসের করাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়।১৯৬ নং আজিজ বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক (লিগাল) কর্মকর্তা  মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় প্রায় ৬০ কোটি পিস নকল আজিজ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল­্লা ২ জনকে কারাদণ্ড ও অর্থ জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

Advertisement