ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা লড়াই থেকে প্রায় এক রকম ছিটকেই গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারিয়েছে নিজেদের সম্মানও। অথচ এবারের লিগে হয়তো এখন এককভাবে শীর্ষে থাকতে পারতো তারাই। কারণ, মাশরাফি নামক জাদুর কাঠিটি হাতে পেয়েছিল তারা। অথচ নিজেদের ভুলেই দূরে ছুড়ে দিয়েছে তারা সেই জাদুর কাঠিকে।গত ১০ এপ্রিল ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় এবারের প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ বা ‘প্লেয়ার্স ড্রাফট’। এ ড্রাফটে আইকন ও `এ` প্লাস ক্যাটাগরির লটারিতে মোট ১৩ জন খেলোয়াড় ছিলেন। সেখানে ১১ নম্বরে থেকে মাশরাফিকে লুফে নেয় কলাবাগান ক্রীড়াচক্র। অথচ এর আগের ১০ দলের কেউই আগ্রহ দেখাইনি মাশরাফিকে নিয়ে। লটারিতে পাঁচ নম্বরে ছিল মোহামেডান। মাশরাফিকে হাতের নাগালে পেয়েও হেলায় হারালো তারা তাকে।অধিনায়ক হিসেবে মাশরাফি কতটা সফল তা গত দুই মৌসুম দেখলেই জানা যায়। মাশরাফি নামক জাদুর কাঠির ছোঁয়ায় ২০১৫ সাল স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে পরাজয়ের লজ্জা দেয়ার পাশাপাশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এছাড়াও টানা তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জয়ী অধিনায়কও মাশরাফি।নিন্দুকেরা হয়তো বলতেই পারেন এমন কী করে ফেলতেন মাশরাফি! কারণ, এবার তিনি কলাবাগানকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এমনকি সুপার লিগেও তুলতে পারেননি। কিন্তু এটা তো সত্যি, একটা নিম্নমানের দলকে নিয়ে সুপার লিগের লড়াইয়ে থাকাও কম নয়। ১১ ম্যাচের মধ্যে ছয় ম্যাচে জয় তুলে নেয়া দলটির মূল কৃতিত্বই ছিল মাশরাফির। ভাগ্যের মারপ্যাঁচে না পড়লে হয়তো থাকতে পারতেন শিরোপা লড়াইয়েও।শুধু দুর্দান্ত নেতৃত্বেই নয়, এবারের লিগে ব্যাটে-বলে সমান পারফরম্যান্স করেছেন মাশরাফি। প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরিটিও তার (৫০ বলে)। এছাড়াও লিগে তুলে নিয়েছেন ২২টি উইকেট। প্রথম পর্ব শেষে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবার শীর্ষে।গত বছর প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন মাশরাফি। ধ্বজভঙ্গ মোহামেডানকে তিনি একাই সুপার লিগে পৌঁছে দিয়েছিলেন। অথচ এবারের লিগে তাকে উপেক্ষা করে বড় ভুলই করলো না মোহামেডান? চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পূর্বের সকল রেকর্ড ভেঙে ২৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।এমন হারের পর মোহামেডান কর্তারা এখন একটুও ভাবছেন না মাশরাফির কথা! ভাবছেন তারা নিশ্চয়। মনে মনে বলছেন ইস!! তখন যদি মাশরাফিকে দলে নিতাম!!!আরটি/আইএইচএস/বিএ
Advertisement