খেলাধুলা

ভারতের কোচ বাছাই করবেন সৌরভ-শচীন-লক্ষ্মণ

ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন ৫৭ জন। সেখান থেকে একজনকে বাছাই করে নিতে হবে। কাজটা নিঃসন্দেহে খুবই কঠিন। সেই কঠিন কাজটি আপাতত কিছুটা সহজ করা হলো। ৫৭ জন থেকে বাছাই করে ২১ জনে নামিয়ে আনা হলো ভারতীয় কোচের জন্য আবেদনকারীদের তালিকা।এই ২১ জনের মধ্য থেকেই ধোনি-কোহলিদের কোচ বাছাই করে নেয়া হবে। ইতিমধ্যে সাক্ষাৎকার পর্বও শুরু হয়ে গিয়েছে। তবে, ধোনি-কোহলিদের জন্য কোচ বাছাই করতে তিন জনের বিশেষজ্ঞ প্যানেল তৈরী করা হয়েছে। সেই প্যানেলে রয়েছে ভারতের তিন কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণ। এই তিনজনই বাছাই করবেন কে হবেন ডানকান ফ্লেচারের উত্তরসূরী। তিনি কী ভারতীয় নাকি বিদেশী কেউ, সেটাও জানা যাবে খুব কম সময়ের মধ্যে। কোচ বাছাইয়ের জন্য ক্রিকেট উপদেষ্টা কমিটির চিফ কো-অর্ডিনেটর হিসেবে সাময়িক সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে সঞ্জয় জাগদালেকে। এই মাসের মধ্যেই বাছাই করে নেবে ভারতীয় সিনিয়ার ক্রিকেট দলের প্রধান কোচকে।কোচ নির্বাচনের পুরো কাজটাই হবে বিসিসিআই সচিব অজয় শিরকের অফিস থেকে। যদি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি মনে করেন, তাহলে ২১ জনের মধ্যে না বেছে পুরো ৫৭ জনের তালিকা থেকেও কোচ বেছে নিতে পারেন। ভারতীয় মিডিয়ায় যা খবর, ২২ জুনের মধ্যে এই উপদেষ্টা কমিটি তাঁদের পছন্দ বোর্ডকে জানিয়ে দেবে।আইএইচএস/এমএস

Advertisement