পোর্ট অব কলের আওতায় ভারতীয় পণ্যবাহী একটি জাহাজ কলকাতা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে। বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে ভারতীয় এক হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্য বহনকারী এমভি নিউটেক-৬ নামের ওই জাহাজটি আশুগঞ্জ বন্দরে এসে ভিড়ে।সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর থেকে খোলা ট্রাকে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কড়া পুলিশি পাহারায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পণ্য পরিবহন শুরু হবে। পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেড।খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে সংশোধিত প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর এই প্রথম মাশুলসহ পণ্য পরিবহন করতে যাচ্ছে ভারত।বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে। এছাড়া ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, বার্দিং (অবস্থান) ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ জাহাজটি থেকে বাংলাদেশ পাবে ২ লাখ ৯৫ হাজার ৩৬৫ টাকা।পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেডের আশুগঞ্জ বন্দরের ইনচার্জ এস কে মাসুদ জাগো নিউজকে জানান, গত ৩ জুন কলকাতা থেকে নদী পথে এক হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্য নিয়ে জাহাজটি রওনা হয়। পরে বুধবার বিকেলে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই আগরতলায় পণ্য পরিবহন শুরু হবে।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়েই ভারতীয় ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহন শুরু হবে।এর আগে ভারতকে মানবিক দিক বিবেচনা করে দুই দফায় কোনো রকম ফি ছাড়াই আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং খাদ্যশস্য পরিবহনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ সরকার।আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর
Advertisement