আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বিখ্যাত উপজাতি - ১ম পর্ব

উপজাতি এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। আজ জানবো কারা কোন দেশের উপজাতি। তাই বিশ্বের বিখ্যাত কিছু উপজাতি নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-১. প্রশ্ন : আফ্রিদি-উত্তর : পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরিস্তানের উপজাতি।২. প্রশ্ন : আইজাকেলস-উত্তর : পাকিস্তানের যুদ্ধপারদর্শী উপজাতি।৩. প্রশ্ন : এস্কিমো-উত্তর : গ্রীনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জাতি।৪. প্রশ্ন : এবোর-উত্তর : আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তের মঙ্গোলীয় জাতি।৫. প্রশ্ন: অ্যাংলো-স্যাক্সন-উত্তর : ইংল্যান্ড ও কানাডার অধিবাসী এবং ব্রিটিশ বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রেলিয়ান।৬. প্রশ্ন : ককেশীয়-উত্তর : আরব, পার্সী, ইহুদি ও ইউরোপের অধিবাসীবৃন্দ।৭. প্রশ্ন : কসাক-উত্তর : পোলান্ডের দক্ষিণ-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ।৮. প্রশ্ন : কিরগিজ-উত্তর : নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল, আলতাই পর্বতাঞ্চলের যাযাবর জাতি।৯. প্রশ্ন : কুর্দি-উত্তর : তৃরস্ক, ইরাক, ইরানের অন্তর্ভুক্ত কুর্দিস্তানের উপজাতি।১০. প্রশ্ন : কোজাকস-উত্তর : রাশিয়ার পূর্ব-দক্ষিণ অঞ্চলে বসবাসকারী উপজাতি।১১. প্রশ্ন : কাফ্রি-উত্তর : দক্ষিণ আফ্রিকার যোদ্ধা জাতি।১২. প্রশ্ন : কুলু-উত্তর : দক্ষিণ আফ্রিকার উপজাতি।১৩. প্রশ্ন : খাসিয়া-উত্তর : আসামের খাসিয়া অঞ্চলের উপজাতি।১৪. প্রশ্ন : খোন্ড-উত্তর : মধ্য ভারতের দ্রাবিড় বংশোদ্ভুত জাতি।১৫. প্রশ্ন : গারো-উত্তর : বাংলাদেশের ময়মনসিংহের গারো পাহাড় এলাকার উপজাতি।১৬. প্রশ্ন : চাকমা-উত্তর : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি।১৭. প্রশ্ন : জুলু-উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি।১৮. প্রশ্ন : জাঠ-উত্তর : ভারতের উত্তর-পশ্চিমাংশের অাদিবাসী।১৯. প্রশ্ন : টোডা-উত্তর : ভারতের নীলগিরি পর্বতাঞ্চলের অাদিবাসী।২০. প্রশ্ন : তাতার-উত্তর : সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের উপজাতি।এসইউ/আরআইপি

Advertisement