রাজনীতি

সৈয়দ আশরাফের বক্তব্য অনভিপ্রেত : ইনু

জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।ইনু বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যে কাদা ছোড়াছুড়ি ইতিহাস চর্চার সময় এখন নয়। ১৯৭২-৭৫ সালে জাসদের কি ভূমিকা ছিল, তা ইতিহাসে লেখা আছে। বঙ্গবন্ধু হত্যা ঘটনায় নির্দিষ্ট কোনো দলকে দায়ী করা ইতিহাস সম্মত নয়। গভীর বিচার বিশ্লেষণ করেই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য গঠন করেছি। কারও বক্তব্যে এ ঐক্য ক্ষতিগ্রস্ত হবে না।কে মন্ত্রী থাকবে আর কে থাকবে না তা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলেও জানান তথ্যমন্ত্রী।উল্লেখ্য, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় সৈয়দ আশরাফ বলেন, জাসদ থেকে মন্ত্রী করায় আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে।এমকিউএইচ/এমএম/আরএস/এবিএস

Advertisement