জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ কর্মকর্তার পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও উপপরিচালকের ১৬ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ আদেশ জারি করে।আদেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. আবু ইউসুফকে মুগদা পাঁচশ` শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ও একই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেসের পরিচালক করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) ডা. বে-নজির আহমেদকে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং একই বিভাগের ডা. আবুল খায়ের মোহাম্মদ সামছুজ্জামানকে ইএসডি লাইন ডাইরেক্টর, আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. অনিল চন্দ্র দত্তকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনকে এনসিডি প্রোগ্রামের পরিচালক, ডা. রাশিদুন নেছাকে পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) চলতি দায়িত্ব, ডা. জাহাঙ্গীর আলম ভূইয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) চলতি দায়িত্ব, ডা. শফিকুল আলমকে আইপিএইচের পরিচালকের চলতি দায়িত্ব, ডা. কামরুল ইসলামকে পিএইচসি পরিচালকের চলতি দায়িত্ব, ডা. আবদুল বাতেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডা. লোকমান উদ্দিন আজাদকে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ডা. সুকুমার সরকারকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ডা. খালিদ রেজাকে সিএমএসডির উপপরিচালক, ডা. রিয়াজুল ইসলামকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক এবং ডা. তরুণ কান্তি হালদারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়।

Advertisement